ঢাবি’র একদিনের শোক ঘোষণা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার 

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২১:৫৩ আপডেট: : ১৪ মে ২০২৫, ২১:৫৬
ছুরিকাঘাতে নিহত ঢাবি ছাত্র শাহরিয়ার আলম সাম্য। ছবি: ফেসবুক

ঢাকা, ১৪ মে, ২০২৫(বাসস): গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ছাত্র শাহরিয়ার আলম সাম্যর মর্মান্তিক হত্যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।

ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণমাধ্যমকে বলেন, ‘সাম্যর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার শোক দিবস হিসেবে পালিত হবে। সকল শিক্ষা কার্যক্রম অর্ধেক দিনের জন্য বন্ধ থাকবে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর উপাচার্য এই ঘোষণা দেন।

সভায় রাজু স্মৃতি ভাস্কর্যের পিছনের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া, আগামীকাল থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা, একটি যৌথ নিরাপত্তা অভিযান দল গঠন করা, একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা এবং শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানকে একটি আধুনিক পার্কে রূপান্তরিত করা সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে একটি পুলিশ বক্স স্থাপন করা, রাত ৮টার পরে উদ্যানের ভিতরে জনসাধারণের চলাচল সীমিত করা, আলো বৃদ্ধি করা এবং পুরো উদ্যানকে সিসিটিভি নজরদারির আওতায় আনা।

উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, রাজু ভাস্কর্যের পিছনের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানকে সিসিটিভি ক্যামেরা দিয়ে সজ্জিত করে রমনা পার্কের আদলে একটি স্মার্ট পার্কে রূপান্তরিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘পার্ক এলাকার সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ডিএমপি একটি পুলিশ বক্স স্থাপন করবে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের অনুষদ সদস্যদের যোগাযোগ কর্মী হিসেবে নিযুক্ত করে এই উদ্যোগে সহযোগিতা করবে।’ 

অধ্যাপক নিয়াজ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে নিয়মিত টহল পরিচালনার জন্য একটি বিশেষ নিরাপত্তা অভিযান দল গঠনের ঘোষণাও দিয়েছেন।

তিনি বলেন, ‘যদিও আমরা অতীতে নিরাপত্তা অভিযান চালিয়েছি, সেগুলো দীর্ঘমেয়াদে অব্যাহত ছিল না। ফলস্বরূপ, আমরা টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। এই নতুন দলে ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি উভয়ের সদস্যই থাকবে।’

উপাচার্য বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ দীর্ঘদিনের। কিন্তু এখন, সমন্বিত সহায়তায়, আমরা আমাদের শিক্ষার্থীদের এবং ক্যাম্পাসের পরিবেশ রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছি।’

উপাচার্য বলেন, প্রশাসনিক সীমাবদ্ধতা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয় নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় যথাসাধ্য চেষ্টা করছে। ‘আমরা সাম্য’র পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি এবং পুলিশি তদন্ত এগিয়ে চলছে। ইতোমধ্যে তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহ থেকেই, আমরা ক্যাম্পাসের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছি। কিন্তু মহানগরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত জটিল অবস্থানের কারণে, আমরা বহুমুখী ও দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের অধীনে পড়ে না; বরং এটি গণপূর্ত বিভাগের অধীনে পরিচালিত হয়।’

তিনি বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও, আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি সাড়া দিয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছি। যদিও আমরা কিছু অগ্রগতি দেখেছি, তবুও আমরা সর্বদা সকল সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাইনি।’

তিনি আরও বলেন, ‘ঢাবি একটি উন্মুক্ত জনসাধারণের স্থান হওয়ায়, বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করার সময় আমাদের সমালোচনার সম্মুখীন হতে হয়। আমাদের আন্তরিক উদ্দেশ্য থাকা সত্ত্বেও, অনেক পদক্ষেপ আমাদের আওতার বাইরে থেকে গেছে।’

ক্যাম্পাসে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, তবে আমাদের সকল ছাত্র সংগঠন এবং অংশীদারদের নিয়ে একটি বৃহত্তর ঐকমত্য প্রয়োজন। এই ধরনের মৌলিক বিষয়গুলোতে ঐক্য অপরিহার্য।’

ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা আলম সাম্য (২৫) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২০১৮-১৯ সেশন) ছাত্র এবং স্যার এএফ রহমান হলের ২২২ নম্বর কক্ষের বাসিন্দা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এএফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্যকে মঙ্গলবার গভীর রাতে ক্যাম্পাসে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করে।

ঘটনাটি ঘটে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ সংলগ্ন রাস্তায়।

সহপাঠী আশরাফুল ইসলাম রাফি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কাছে তিনি এবং সাম্য তার মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তখন অন্য একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এর ফলে তাদের মধ্যে ঝগড়া এবং হাতাহাতির সৃষ্টি হয়। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা তাকে ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে মধ্যরাতের পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০