বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডা. জাহিদ 

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২২:০০
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতেই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

ডা. জাহিদ আজ বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

বিএনপি’র এই নেতা বলেন, ‘আগামীর বাংলাদেশকে কীভাবে আরো সুন্দর করা যায়, সেইলক্ষ্যে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই, আসুন আমরা সবাই মিলে তার (তারেক রহমান) নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করি।’

এ সময় ডা. জাহিদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার পক্ষে জনগণের সমর্থন কীভাবে আদায় করা যায়, সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ইউনিটের নেতা-কর্মীদের কাজ করতে হবে।’

বিএনপি জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামীতে নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে এগোবে’।

ডা. জাহিদ বলেন, ‘যত দ্রুত জনগণের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হবে, ততই  তারা তাদের অধিকার প্রয়োগ করতে সক্ষম হবে।’ জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করারও আহ্বান জানান তিনি।

‘জনগণের দাবি আদায়ের জন্য ঐক্যের বিকল্প কোনো কিছু নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে এগোতে পারলেই ৩১ দফার পক্ষে জনসমর্থন আদায় করা সম্ভব যাবে।’

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রিপনের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০