২৮ মে ঢাকা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১০:৩৯
ছবি : বাসস

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): আগামী ২৮ মে ঢাকায় বিভাগীয় তারুণ্যের সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সমাবেশ সফল করতে রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার প্রস্তুতি সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। তিন সংগঠনের যৌথ ঘোষিত চট্রগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ ইতোমধ্যে শেষ হয়েছে। লাখো তরুণের উপস্থিতি তারুণ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা বিভাগীয় 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দীন তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, আ.ন.ম. সাইফুল ইসলাম, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলাদল সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ছাত্রদল পূর্বের সভাপতি সোহাগ ভুইয়া, সাধারণ সম্পাদক হান্নান মজুমদার, ছাত্রদল দক্ষিণের সভাপতি শামিম মাহমুদ ও সাধারণ সম্পাদক রহিম ভুইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুললো বোলোনিয়া
যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বন্যার ঝুঁকি হ্রাসে বাংলাদেশকে বিশ্বব্যাংকের ২৭০ মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন 
সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ সব দোকান গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন
এনআইডি সংশোধনে সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হতে ইসির আহ্বান
থাইল্যান্ডে পালিয়ে গেছে আরো ৪ শতাধিক মিয়ানমারবাসী
টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার
কুমিল্লায় সাঁতার প্রশিক্ষণ শুরু
তুরস্কে 'ডামি' প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া: জেলেনস্কি
উগ্র রুশপন্থী আলোচক ভ্লাদিমির মেদিনস্কি আবারও শান্তি আলোচনায় নেতৃত্বে
১০