ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের বিরুদ্ধে নাশকতা ও হামলা চালানোর অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার পলাতক আসামি সোহেল চৌধুরী ওরফে চায়না সোহেলকে ( ৫০) গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ।
সিআইডি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত সোহেল চৌধুরী (৫০) বর্তমানে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যাত্রাবাড়ী থানার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে রয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত দুটি মামলা রয়েছে—মামলা নম্বর ২২(৮)২৪ এবং ৪৯(১১)২৪।
সিআইডি জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সে সক্রিয়ভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে নাশকতা চালানোসহ বিভিন্ন সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিল। এছাড়া গত জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত ছাত্র ও নাগরিক আন্দোলন চলাকালে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অপরাপর অভিযুক্তদেরকে গ্রেফতার ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সিআইডি ।