ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস): রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- আছমা (৩৫) ও মো. করিম মিয়া (৬০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেত কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।