ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধীনস্থ তবলছড়ি বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী চৌধুরীপাড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৯এমএম এবং একটি ভারতীয় ৮এমএম পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করে।