ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্কুল জীবনের বন্ধু এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গোফরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মো. আব্দুল গোফরান জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন, সাংস্কৃতিক চেতনা জাগ্রত করেছিলেন এবং ঠাকুরগাঁওয়ে তার অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
ঠাকুরগাঁওয়ে গোফরান স্যার নামে পরিচিত মো. আব্দুল গোফরান ১৪ মে ৭৩ বছর বয়সে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোফরান ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।