সাম্যর মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল 

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:২২
ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঢাবি ছাত্রদল। ছবি: বাসস

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

গত মঙ্গলবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। 

আজ শুক্রবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, আমার কাছে সাম্য ছিল অত্যন্ত নম্র, ভদ্র ও সামাজিক একজন ছাত্র। আল্লাহ তায়ালা যেন সাম্যের পরিবারকে এ শোক সইবার ধৈর্য দেয়।

দোয়া মাহফিলে সাম্যের ভাই মাসুম বিল্লাহ বলেন, সাম্য আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। সাম্য ছিল সকল যৌক্তিক আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ গণঅভ্যুত্থানে সাম্য সামনে থেকে লড়াই করেছে। আমরা চাইনা আর কোন সাম্য এভাবে আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। তাই ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই। 

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০