অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২৩:৫৩

কুমিল্লা, ১৬ মে, ২০২৫ (বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা। এই সংস্কারটা প্রথমে দেখতে চাই। আওয়ামী লীগের বিচার ছাড়া উপদেষ্টারা যদি মনে করে অন্য কোন বড় সংস্কার আছে তাহলে তারা ভুলের মধ্যে রয়েছেন। 

আজ শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আয়োজনে ছাত্র জনতার গণ-আন্দোলনে  ‘কুমিল্লা আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছি। আওয়ামী লীগের ডোনার, অর্থ ব্যবস্থা এখনো বহাল। অনেক দলের রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাদের টাকায় অনেক জায়গায় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি চলে। অন্তর্বর্তী সরকার তাদের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে সংস্কার কার্যক্রম এবং নির্বাচন যথাযথভাবে করতে পারবে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে  নিজেদের মধ্যে আলোচনা ও মতবিরোধ থাকলেও কোনোভাবেই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে সুযোগ দেয়া যাবে না। মানবিক করিডরের বিষয়ে সরকারকেই স্পষ্ট করতে হবে। কোনোভাবেই দেশের সার্বভৌমত্ব এবং দেশকে কোন পরাশক্তির কাছে বন্ধক দেয়া হবে না। অন্য কোনও দেশের আধিপত্য থাকতে দেয়া হবে না।

সমাবেশে বক্তব্য দেন ফেস দ্য পিপল’র সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান ওয়াসিম, সমন্বয়ক রিফাত রশিদ, সমন্বয়ক তরিকুল ইসলাম, সমন্বয়ক আবু বাকের মজুমদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০