তরুণ প্রজন্মের আগামী নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:৩১
ছবি : বাসস

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এলায়েন্স ফর ট্রান্সফর্মনেশন-এর উদ্যোগে 'লিড ফর ইমপেক্ট : লিডারশীপ ট্রেনিং ফর টুমরোস' শীর্ষক দিনব্যাপী এক নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বনানীর হোটেল সারিনা-তে।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৬০ জন তরুণ ও ছাত্র-ছাত্রী।

প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। তিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব, বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের করণীয় বিষয়ে আলোচনা করেন।

নেতৃত্ব বিকাশ, কার্যকর নেতৃত্বের কৌশল, বাস্তব অভিজ্ঞতা এবং সামাজিক প্রভাব তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করেন-এলায়েন্স ফর ট্রান্সফর্মনেশনের (এএফটি) প্রেসিডেন্ট শাহ নাজিম উদ্দিন ও জেনারেল সেক্রেটারি মো এনামুল কবির শিশির।

তারা বলেন, ভবিষ্যৎ নেতাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি ইতিবাচক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এএফটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০