সিলেটে বিজিবি’র অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৩০

সিলেট, ১৭ মে, ২০২৫ (বাসস): সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এক কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকাও জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকালে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীন সীমান্তবর্তী তামাবিল, সংগ্রাম, দমদমমিয়া এবং সোনালীচেলা বিওপি’র টহল টিম এই অভিযান চালানো হয়। এই সময় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, অরিস সিগারেট, শনপাপড়ি, বিস্কুট, চকলেট ও গরু জব্দ করা হয়। 

আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৪৩ লাখ ৬৪ হাজার ২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে আইবিএফবি’র গোলটেবিল বৈঠক
টর্নেডোতে যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে ২০ জনেরও বেশি প্রাণহানি
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের লক্ষ্য ছিল অর্থনৈতিক লাভ : বিশ্লেষকদের অভিমত
গাজা পুনর্গঠনে অর্থায়নের আহ্বান আরব নেতাদের
জাবিতে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
একটি মহল বিপ্লবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত : শাহজাহান চৌধুরী
সাম্য হত্যাকাণ্ডের বিচার বিশেষ ট্রাইবুনালে পাঠানো হবে : ডিএমপি
চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দলে নেওয়া যাবে না : আমীর খসরু
মানুষের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বিএনপি বারবার কথা বলেছে : রিজভী
যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের ৩ নাগরিক কারাগারে
১০