ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকায় গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ২১:৪২
আজ রাজধানীতে আর্গু লজিক্যাল অ্যাক্ট পজিটিভ (এএলএপি) ‘নীতি থেকে অনুশীলন: ফিলিস্তিনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পুনর্মূল্যায়ন’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থান আরও সক্রিয় ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।

আজ রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদে ‘আলাপ- আর্গ্যু লজিক্যাল অ্যাক্ট পজিটিভ’ নামক এক জনসংলাপ ও গবেষণা প্ল্যাটফর্ম আয়োজিত ‘নীতি থেকে বাস্তবতা: ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন তার পররাষ্ট্রনীতির একটি আপোষহীন মূলনীতি।

আলোচনায় অংশ নেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র যুগ্ম প্রধান সমন্বয়কারী আরিফুর রহমান তুহিন, নিরাপত্তা ও কৌশল বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল ইউসুফ, ফিলিস্তিন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংস্থার চেয়ারম্যান জিয়াউল কবির দুলু, ন্যাশনাল রেভল্যুশনারি কাউন্সিলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান তালুকদার, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ওমর নাসিফ আবদুল্লাহ ও জাহিদুল ইসলাম মিয়াজী, এবং লেখক ও গবেষক মঈনুল ইসলাম রাকীব প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ফিলিস্তিন প্রশ্নে ওআইসি’র আল-কুদস কমিটিতে সদস্যপদ থাকা উচিতভাবে কাজে লাগিয়ে আরব দেশগুলোর মধ্যে ঐক্য আনতে ভূমিকা রাখা উচিত।

তারা আরও বলেন, বাংলাদেশ কোনো মুসলিম দেশের শত্রু নয় এবং মুসলিম বিশ্বে ঐক্য প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে পারে।

আলোচনায় আরও বলা হয়, আন্তর্জাতিক পরিসরে প্রতীকী ও অ-মৌখিক বার্তা এবং আনুষ্ঠানিকতা বহির্ভূত কূটনীতির মাধ্যমে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরতে হবে।

এ ছাড়া, বক্তারা প্রস্তাব করেন, দেশের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিনের প্রতি ঐতিহাসিক সমর্থন স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে নতুন প্রজন্ম এই বিষয়ে সচেতন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০