ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করেছে একদল শিক্ষার্থী।
আজ শনিবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে 'সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ'র ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচির শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘মুক্তিরও মন্দিরে সোপানে তলে’ গানটি গেয়ে সাম্যর প্রতি সম্মান জানান শিক্ষার্থীরা।
সমাবেশে সাম্যর স্বজন, বিভাগের শিক্ষক ও সহপাঠীরা উপস্থিত ছিলেন। তারা সাম্যকে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেন। এ সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সাম্যর বন্ধু আবিদুর রহমান মিশু বলেন, 'সাম্য ছিলেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা। আন্দোলনের সময় তিনি বন্ধুদের ভরসার জায়গা ছিলেন। আজ যারা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আছেন, তাদের ক্ষমতায় আসার পেছনেও সাম্যদের অবদান রয়েছে। কিন্তু সাম্য হত্যাকাণ্ডে তাদের নীরব ভূমিকা অত্যন্ত দুঃখজনক।'
স্মৃতিচারণা করতে গিয়ে সাম্যের সহপাঠী, শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন।
এসময় সাম্যর আরেক সহপাঠী অভিযোগ করে বলেন, 'প্রশাসন যতটুকু ব্যবস্থা নিয়েছে, সবই শিক্ষার্থীদের চাপের মুখে। তারা স্বতঃস্ফূর্তভাবে কিছুই করেনি।'
বিজয় একাত্তর হলের ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদি মায়েন জানান, আজ ১৭ মে রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের সব হলে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালিত হবে।