লিগ্যাল এইড-এ ১২,০৭,৯৯৩ জন অসচ্ছল বিচারপ্রার্থী আইনি সহায়তা পেয়েছেন

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:৩১

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ১২ লাখ ৭ হাজার ৯৯৩ জন অসচ্ছল বিচারপ্রার্থী আইনি সহায়তা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। 

এতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সরকারি খরচে লিগ্যাল এইড-এ আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ১২,০৭,৯৯৩ জন। এর মধ্যে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৬২ হাজার ৩৮৫ জন, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ২৭৪ জন এবং সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি- ১৬৪৩০) ১ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’র অধীনে সরকারি খরচে আইনি সেবা দেয়া হয়েছে। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন। সকল মানুষের জন্য বিচার অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। এবার ১৩তম বার দিবসটি সারাদেশে পালন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যা মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ 
পটুয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত ১ লাখ ৩৩ হাজার পশু
নড়াইলে ২৩ হাজার ৪শ’ ৯৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে 
দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে : দুদক চেয়ারম্যান
ভারত কর্তৃক ৪০ জন রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দেয়ায় জামায়াতের নিন্দা
এনবিআর বিলুপ্ত করে দুই বিভাগ করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
চট্টগ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না : আইন-শৃঙ্খলা সভায় ডিসি
ঠাকুরগাঁওয়ে নাগরিক প্লাটফর্ম এর সঙ্গে জনপ্রতিনিধিদের সংলাপ
চট্টগ্রাম ওয়াসার ৩শ’ কিলোমিটার সার্ভিস লাইন পুনঃস্থাপন কাজ শুরু হচ্ছে 
বসতবাড়িতে মাছ ও সবজি চাষ অপুষ্টি প্রতিরোধে সহায়ক হতে পারে 
১০