ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৭:১১

ঢাকা, ১৮ মে  ২০২৫ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সজীব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সজীব বরিশালের কাজিরহাট উপজেলার কাদিরাবাদের রশিদ বেপারীর ছেলে। পরিবার নিয়ে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের এক বাসায় ভাড়া থাকতেন। ভিকটিম শিশুটির বাসা একই এলাকায়। তার বাবা পেশায় রিকশা চালক, মা গৃহকর্মী।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) বাসসকে আজ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে  জানা যায়, ২০২০ সালের ৫ মে মেয়েটির বাবা রিকশা নিয়ে বের হয়ে যান। তার মা কাজে চলে যান। দুপুর ১২টার দিকে সজীব মেয়েটি এবং তার দুই বছরের ভাইকে বাসার সামনে থেকে তার বাসায় নিয়ে যায়। পরে সে শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলার পর সজীবকে গ্রেফতার করে পুলিশ। আদালতে আসামি সজীব স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট সজীবকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে আদালতে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। উভয়পক্ষে যুক্তিতর্ক শেষে আজ এ রায় ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
সাতক্ষীরায় ৩ হাজার বস্তা ভেজাল মৎস্য খাবার জব্দ
মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
বন্দর কর্মকর্তা বরখাস্তের বিষয়ে আংশিক তথ্য প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
১০