ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের বার্জার পেইন্টস ও রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৮:৫৪
ওপিসিডব্লিউ’র পরিদর্শক দলের বার্জার পেইন্টস ও রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন। ছবি: আইএসপিআর

ঢাকা, ১৮ মে, ২০২৫ (রবিবার): অর্গানাইজেশন ফর দি প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপন্সের (ওপিসিডব্লিউ) পরিদর্শক দল বাংলাদেশের বার্জার পেইন্টস লিমিটেড এবং রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছে।

ওপিসিডব্লিউ’র ২ সদস্যের একটি পরিদর্শক দল গত ১১ মে থেকে বার্জার পেইন্টস লিমিটেড, সাভার এবং রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ পরিদর্শন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওপিসিডব্লিউ একটি আন্তর্জাতিক সংস্থা, যা সারা বিশ্বে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) বাস্তবায়ন করে থাকে। সিডব্লিউসি স্বাক্ষরকারী দেশসমূহে ওপিসিডব্লিউ’র নির্বাচিত পরিদর্শক দল প্রতি বছর তালিকাভুক্ত রাসায়নিক শিল্প কারখানায় তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য (ডিওসি) উৎপাদন সংক্রান্ত তথ্য উপাত্ত সরেজমিনে তদন্তের লক্ষ্যে পরিদর্শন করে থাকে। এরই আলোকে তারা এসব কারখানা পরিদর্শন করেন।

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) পরিদর্শনটি সফলভাবে সম্পন্ন করার জন্য সমন্বয় সাধন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করে। এই পরিদর্শন কার্যক্রম শেষে ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বিএনএসিডব্লিউসি তথা বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের বিষয়ে সন্তোষ প্রকাশ করে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎকালে তারা তাদের এই সন্তুষ্টি জ্ঞাপন করেন। পরিদর্শন শেষে তারা ১৭ মে ঢাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
আইনগত সহায়তা কার্যক্রমকে সহজলভ্য করলে প্রচুর সময় ও অর্থ সাশ্রয় হবে: আইন উপদেষ্টা
১০