ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার দাবি করেন।
আজ দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলার পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সাম্য। জুলাই যোদ্ধার হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নেয়নি। সাম্যর প্রকৃত খুনিদের খুঁজে বের করুন। আমার ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, সাম্যর হত্যাকাণ্ড নিয়ে স্পষ্টতই প্রশাসন গড়িমসি করছে। হত্যাকাণ্ডের এতদিন পার হয়ে গেল এখন পর্যন্ত কেউ কিছু জানেনা। ক্যাম্পাসে গত নয় মাসে দুটি খুন হয়েছে। এতে স্পষ্টত বুঝা যায়, নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে প্রক্টর ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা অবিলম্বে আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন প্রমুখ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দিবাগত রাতে শাহরিয়ার আলম সাম্য দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান। সাম্য বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।