বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:৩৩
প্রতীকী ছবি

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস): রাজধানীর বাড্ডায় আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ গুরুতর আহত তানজিলা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শিশুটি মারা যায়।

এর আগে শুক্রবার মধ্য রাতে আফতাব নগরের দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প বাজার সংলগ্ন একটি বাসার নীচ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ ৫ জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  ভর্তি করা হয়।

আগুনে দগ্ধ আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ জানান, দগ্ধ তোফাজ্জল দিনমজুরের কাজ করেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আফতাবনগর থেকে শিশুসহ একই পরিবারের ৫ জন বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছে, আজ রোববার বিকেলে ৭০২ দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তানজিলা নামে এক শিশু মারা যায়। তার শরীরে ৬৬ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় চারজন ভর্তি রয়েছেন। শিশুটির বাবা মোহাম্মদ তোফাজ্জলের ৮০ শতাংশ, শিশুর মা মানসুরা ৬৭ শতাংশ, শিশুর বোন মিথিলা ৬০ শতাংশ ও আরেক বোন তানিশা ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হওয়া উচিত : সেলিম উদ্দিন
অপ্রতুল বিনিয়োগে স্বাস্থ্যসেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি : ডা. রফিক
লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর
আইনগত সহায়তা কার্যক্রমকে সহজলভ্য করলে প্রচুর সময় ও অর্থ সাশ্রয় হবে: আইন উপদেষ্টা
১০