কাল বিশ্ব পরিমাপ দিবস

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৪:০২

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : আগামীকাল ২০ মে বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য'। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষৎতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা - ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজারস (বিআইপিএম) এবং ইন্টারন্যাশনাল ব্যুরো অফ লিগ্যাল মেট্রোলজি (বিআইএমএল) এর প্রধানগণ বাণী দিয়েছেন।

বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই'র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাতকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে ক্ষুদে বার্তা (এসএমএস) প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লাগানো হয়েছে।

দিবসটি উপলক্ষে আগামীকাল মঙ্গলবার, সকাল ১০ টায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর মিরপুর রোডের সোবহানবাগের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই'র প্রশাসক মো. হাফিজুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই'র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন, সম্পাদক জুয়েল
গাজায় ৩০০ জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত
চট্টগ্রামে ৩টি আগ্নেয়াস্ত্র ও শর্টগানের ৪টি কার্তুজ উদ্ধার
ব্ল্যাক উইডো থেকে ব্লকবাস্টার রানী: স্কারলেট জোহানসনের পাঁচ রূপ
পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় এগিয়ে প্রো-ইইউ ওয়ারশ মেয়র, তবে কঠিন লড়াই সামনে
রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে ডিএমপির অভিযান
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দিতে বললে আলোচনা ব্যর্থ হবে : ইরান
জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা হবে: ফারুকী 
কোরবানির আগেই ডিএনসিসির ফুটপাত মেরামত করতে প্রশাসকের নির্দেশ 
মুন্সীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা 
১০