ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছর ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় "জুলাই আন্দোলনে" অংশ নেন এনামুল হক। ওইদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ৩ মে মামলাটি করেন তিনি। মামলায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
নুসরাত ফারিয়া এ মামলায় ২০৭ নম্বর আসামি, এবং তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।