টোকিওতে ফুলের শৈল্পিক প্রদর্শনী বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৬:৫৫
রবিবার জাপানের টোকিওতে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): টোকিওতে ঐতিহ্যবাহী জাপানি ফুলের শৈল্পিক প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন।

রোববার টোকিও’র তাকাশিমাদাইরায় স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ আয়োজনে তাকাশিমাদাইরার অ্যাক্ট ডিরেক্টর ইয়োশিনারি কাতসুও সহযোগিতা করেন। 

সোমবার বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আয়োজকরা জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে চলমান সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের অংশ হিসেবেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাসুদ করিম অ্যাসোসিয়েশনের কার্যক্রম, ইকেবানার ঐতিহাসিক শিকড় ও বিবর্তন তুলে ধরেন। বাংলাদেশে এর সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা ও ক্রমবর্ধমান জনপ্রিয়তার ওপর জোর দেন।

ইয়োশিনারি কাতসুও এই উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আটজন সদস্যের অংশগ্রহণকে ‘প্রশংসনীয়’ বলে বর্ণনা করেন। এ প্রদর্শনী আন্তঃসংস্কৃতি বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে উল্লেখ করেন তিনি। 

অনুষ্ঠানে সংস্কৃতি বিনিময় ও ইকেবানা অনুশীলনে অবদানের জন্য হারাদা কাজুকো ও সাওয়া কিয়োকোকে সম্মাননা জানায় বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন।

টোকিও’র রিক্কিও বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক মিজুকামি এবং অধ্যাপক নোরো প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

জাপানি সংগঠন ‘উটোরন’-এর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
রুশ ব্যালে কিংবদন্তি ইউরি গ্রিগরোভিচ প্রয়াত
১০