বিবদমান পক্ষ একমত হলে করিডর পরিচালনা সহজ হয়, অন্যথায় ব্যর্থ হয় : কাদের গনি চৌধুরী

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:২৩ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৯:২৭
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, মানবিক করিডরের সফলতা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের ওপর। যে অঞ্চলে মানবিক করিডর হবে সেখানকার বিবদমান পক্ষ একমত হলে করিডর পরিচালনা সহজ হয়। কিন্তু সবাই রাজি না হলে তা ব্যর্থ হয়।

আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণশক্তি সভা আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের গনি চৌধুরী বিশ্বের কয়েকটি করিডরের উদাহরণ তুলে ধরে বলেন, ‘আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধের (নাগোর্নো-কারাবাখ যুদ্ধ) সময় ১৯৮৯ সালে লাচিন করিডোর স্থাপিত হলেও সেটি দুই বছরের মধ্যেই বন্ধ করে দিয়েছিলো আজারবাইজান সরকার। আবার ১৯৯৩ সালে নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে সেব্রেনিৎসা ছিটমহলকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। পরে ওই বছরেই আরেক প্রস্তাবের মাধ্যমে সারায়েভো, জেপা, গোরাজদে, তুজলা ও বিহাচকেও এর অন্তর্ভুক্ত করে মোট ৬টি মানবিক করিডর প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়েছিলো। কিন্তু নিরাপদ এলাকাগুলোকে কীভাবে সুরক্ষিত রাখা হবে তার কোনো রূপরেখা ছিল না। ফলে ১৯৯৫ সাল নাগাদ সেব্রেনিৎসায় গণহত্যার পরিস্থিতি তৈরি হয়। এটি ছিল ইউরোপের ভয়াবহ নৃশংসতার একটি। ইয়েমেনের চলমান যুদ্ধের মধ্যে বারবার এমন করিডরের আহ্বান জানিয়েও সফল হয়নি জাতিসংঘ।

আফ্রিকার কঙ্গোয় ২০০৮ সালে রাষ্ট্রীয় বাহিনী এবং জেনারেল লরেন্ট নকুন্ডার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীর মধ্যে সশস্ত্র দাঙ্গা চরম আকার ধারণ করলে জাতিসংঘের প্রস্তাবে গোমা অঞ্চলে একটি মানবিক করিডোর খোলার ব্যবস্থা করা হয়। কিন্তু সেটি শেষ পর্যন্ত সামরিক নানা বিষয়ে জড়িয়ে ব্যর্থ হয় বলে তিনি উল্লেখ করেন।

ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ ফটোজার্নালিষ্টস এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম মহসিন ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
১০