ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস): আজ ২০ মে, বিশ্ব পরিমাপ দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছরের মতো এবারও দেশে দিবসটি পালিত হয়েছে।
এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। প্রতিপাদ্যটিতে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের পরিমাপের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আজ রাজধানীর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূরের সভাপতিত্বে সভায় স্বগত বক্তব্য দেন- বিএসটিআই’র মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এছাড়াও আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রশাসক মো. হাফিজুর রহমান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
বিশ্ব পরিমাপ দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান পৃথক বাণী দিয়েছেন।
শিল্প উপদেষ্টা তার বাণীতে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বিশ্ব পরিমাপ দিবস-২০২৫ উদযাপনের মাধ্যমে দেশে পরিমাপের গুরুত্ব সম্পর্কে সমস্ত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সঠিক পরিমাপ পদ্ধতির মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।’
এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআইর প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়ে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ বেতারে বিশেষ সাক্ষাৎকারভিত্তিক আলোচনা অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোবাইল ফোনে এসএমএস প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড লাগানো হয়েছে।