ঢাকা, চট্টগ্রাম ও মৌলভীবাজারে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৯:২০

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা, চট্টগ্রাম ও মৌলভীবাজারে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) কর্মচারীর অবৈধভাবে অনেকগুলো ফ্ল্যাট অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে আজ এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে স্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম অভিযোগে বর্ণিত বিভিন্ন ফ্ল্যাট ও প্লটের রেকর্ডপত্র সংগ্রহ করে। 

এদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগে কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজ দুদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য গ্রহণ করা হয়। এরপর অভিযোগ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।

এছাড়া, মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার যাচাই ও বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করে। আউটডোরে সেবা নিতে আসা রোগী/সেবাপ্রার্থীদের সঙ্গে টিম কথা বলে এবং তারা কোনোরূপ হয়রানির শিকার হচ্ছে কি না তা যাচাই করে। উপস্থিত সেবাগ্রহীতারা দুদকের এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিমের কাছে তারা জানান যে, গত ১৮মে মৌলভীবাজারে অনুষ্ঠিত গণশুনানির পরে ওই হাসপাতালে সেবা প্রদানের মানে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
১০