১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:১১ আপডেট: : ২১ মে ২০২৫, ২০:৩৯

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ১ হাজার ৬শ' কোটি টাকার বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে আজ বুধবার একটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থার প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানকালে দুদক টিম অভিযোগের বিষয়ে এলজিইডি প্রধান কার্যালয়ে প্রধান প্রকৌশলীসহ অন্যান্য প্রকৌশলীর সাথে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এ ছাড়াও এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত সকল কাজ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে।

এদিকে, যশোর জেলার মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে র্দ্নুীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে ভূমি অফিসের সেবা প্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। একজন ভুক্তভোগীর সাথে কথা বলে জানা যায় যে, তার দাখিলায় ১৯ হাজার টাকার কথা উল্লেখ থাকলেও ভুক্তভোগীর কাছ থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ৮০ হাজার টাকা আদায় করেছেন। টিম আরও তথ্য পায় যে, একই কর্মকর্তা নামজারি বাবদ একজনের কাছ থেকে ৪ হাজার টাকা বাড়তি নিয়েছেন। এছাড়াও, ওই অফিসে অন্য যেকোনো কাজের জন্য গেলেও ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তাকে টাকা দিতে হয় বলে অভিযানকালে জানা গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ওই অফিসে নিজ উদ্যোগে কর্তৃপক্ষকে অবহিত না করেই ৪ জন বহিরাগতকে দিয়ে কাজ করান- যা বিধিবহির্ভূত। অভিযানকালে সার্বিকভাবে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চেয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এ ছাড়া, মাগুরা জেলার শ্রীপুর উপজেলাধীন নাকোল ইউনিয়ন ভূমি অফিসে নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক সেবাগ্রহীতার বক্তব্য শ্রবণ করা হয়। ওই অফিসে দালালের মাধ্যমে সেবা গ্রহণ করতে হয় বলে তথ্য পায় দুদক টিম- যা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলাধীন দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানে সেবাপ্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে বিভিন্ন সেবাগ্রহীতাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করে। টিম জানতে পারে যে, নামজারি, ডিসিআর ও দাখিলার নামে সরকার নির্ধারিত ফিসের বেশি টাকা না দিলে ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা কোনো কাজ করেন না।

এ ছাড়া, ওই কর্মকর্তা এবং দপ্তরের অফিস সহায়কের সম্পর্কে স্থানীয় জনসাধারণের মধ্যে অত্যন্ত নেতিবাচক ধারণা রয়েছে মর্মে টিম লক্ষ্য করে। অভিযানকালে ওই অফিসে কোনো সিটিজেন চার্টার লক্ষ্য করা যায়নি। তৎপ্রেক্ষিতে দুদক টিম কর্তৃক সহকারী কমিশনার (ভূমি), মোরেলগঞ্জ, বাগেরহাটকে মনিটরিং জোরদার করার জন্য অনুরোধ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০