রাজশাহীতে এনসিপির সাংগঠনিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত 

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:১৭
রাজশাহীতে এনসিপির সাংগঠনিক সভা ও মতবিনিময় অনুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ২১ মে, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের নেতাদের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার রাতে মতবিনিময় ও সাংগঠনিক সভা দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক সংগঠন ও আন্দোলনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে পরবর্তী সাংগঠনিক রূপরেখা নির্ধারণ করা হয়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন যুব উইংয়ের সংগঠক হযরত আনাস, শ্রমিক উইংয়ের সংগঠক মোহাম্মদ রমজান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, মহানগর আহ্বায়ক আল আশরারুল ইমাম (তানিম), মুখপাত্র আনজুমান আরা আর্শি, জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগরের নেতারা।

সভায় বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে ছাত্র-যুব সমাজের ভূমিকাকে নতুনভাবে সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত তরুণদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক ইমরান ইমন বলেন, “আমরা কেবল একটি রাজনৈতিক দল গড়ে তুলতে চাই না, আমরা একটি ন্যায্য রাষ্ট্র ও সমাজ গড়ার জন্য লড়াই করছি। এই লড়াই ছাত্র, যুব ও শ্রমজীবী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে পরিচালিত হতে হবে। রাজশাহীতে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে আমরা প্রতিটি থানায় সক্রিয় কাঠামো গঠন করব।” 

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সংগঠিত করে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আন্দোলন জোরদার করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০