গণমাধ্যম সঠিক ভূমিকা না রাখায় ফ্যাসিস্ট তৈরি হয়েছিল: সেমিনারে বক্তারা

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২২:১৪
প্রতীকী ছবি

সিলেট, ২১ মে, ২০২৫ (বাসস): সিলেটে চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উদ্যোগে আজ বুধবার সিলেট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘গণমাধ্যম ঠিকমতো ভূমিকা রাখতে পারলে কোথাও ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারে না। বিগত দিনে গণমাধ্যম যথাযথ ভূমিকা রাখতে পারেনি বলেই বাংলাদেশে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। ছাত্র-জনতা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে।’

বক্তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠায় চাটুকারিতা পরিহার করে রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে ওয়াচডগ হিসেবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার। তিনি গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পটভূমি, আন্দোলন চলাকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ও সাংবাদিক নেতাদের ভূমিকার নানা উদাহরণ তুলে ধরেন। আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিকদের আত্মত্যাগের নানা দিকও তুলে ধরেন।

আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মমিনুর হকের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশ নেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি সভাপতি ইকরামুল কবির, সহসভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, সিনিয়র সাংবাদিক এমএ মতিন, মনিরুজ্জামান মনির, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, ফয়সল আলম, নূর আহমদ ও খালেদ আহমদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০