কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২৩:৪২
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন। ছবি: বাসস

কক্সবাজার, ২১ মে, ২০২৫ (বাসস): কক্সবাজার সমুদ্র সৈকতে আজ ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কর্মচারী ও অগ্নিনির্বাপণ কর্মীদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। 

কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি প্যারাসেলিং পয়েন্টে গত ১৮ মে থেকে শুরু হওয়া ‘সুইফট ওয়াটার রেসকিউ’ প্রশিক্ষণ কার্যক্রম আজ শেষ হয়। এতে অংশ নেয় কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ জন কর্মকর্তা, কর্মচারী ও অগ্নিনির্বাপণ কর্মী। 

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, ‘আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ও অগ্নিনির্বাপণ কর্মীদের ৪ দিনব্যাপি এই প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে আজ সনদপত্র বিতরণ করা হয়।’

তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

এদিকে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বাসসকে বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি বিচসহ বিভিন্ন স্থানের সুইমিংপুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি বলেন, ২০২১ সাল থেকে ইউএস আর্মির পক্ষ থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০জন সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার কোর্স;হাই অ্যাঙ্গেল রেসকিউ কোর্সসহ বিভিন্ন কোর্স সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে প্রাণী চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব বিষয়ক কর্মশালা 
মেহেরপুরে হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর
পিরোজপুরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা : চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
পিলেট ও বুলেট বিদ্ধ রোগীদের রক্তস্নাত ভয়াবহতার সাক্ষ্য দিলেন চিকিৎসক
ভোলার ২০ রুটে লঞ্চ চলাচল শুরু
আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
মাতৃদুগ্ধ খাওয়ানোর হার বাড়ানোর আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
ভোলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি
শরীয়তপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
১০