রাজউকের উচ্ছেদ অভিযান: রিলিক সিটির ২২ সাইনবোর্ড জব্দ, ১০ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০০:০৫ আপডেট: : ২৩ মে ২০২৫, ০০:০৯

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : সাভারের বিরুলিয়া ইউনিয়নে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী সাধারণ বন্যা প্রবাহ এলাকা ও কৃষি জোন হিসেবে চিহ্নিত জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ‘রিলিক সিটি’ আবাসিক প্রকল্পের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক।  

আজ বৃহস্পতিবার রাজউকের নগর পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ২ হাজার ৭৫১ একর জমিতে অনুমোদনহীনভাবে ভূমি দখল, সাইনবোর্ড স্থাপন, অনলাইনে প্লট বিক্রির বিজ্ঞাপন প্রচার এবং লে-আউট প্রণয়ন করে প্লট বিক্রির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার। তত্ত্বাবধান করেন উপনগর পরিকল্পনাবিদ নবায়ন খীসা। উপস্থিত ছিলেন সহকারী নগর পরিকল্পনাবিদ মো. আশিকুজ্জামান, মো. হাসিবুল হাসান, মো. জাফরুল ইসলাম, মো. শুভ সরকার, মো. তামজিদ বিন রাফি, সহকারী অথরাইজড অফিসার মো. নুরুল হুদা ও মো. নাসির উদ্দিনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্টদের সহায়তায় অভিযানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অভিযানে প্রকল্পের ২২টি ছোট-বড় সাইনবোর্ড এবং সাইট অফিসের বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। সাইট অফিসটি সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
পরিবেশ ধ্বংস ও জনভোগান্তি তৈরি করে ঢাকার বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলছে এমন সকল অবৈধ হাউজিং প্রকল্পের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলেও রাজউকের পক্ষ থেকে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থী-পুলিশ আলোচনা সভা অনুষ্ঠিত
রাজউকের উচ্ছেদ অভিযান: রিলিক সিটির ২২ সাইনবোর্ড জব্দ, ১০ লাখ টাকা জরিমানা
গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিতে জেদ্দা চেম্বার প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
রংপুরে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
১০