বিচার, সংস্কার ও নির্বাচনের রূপরেখা হতে পারে সংকট থেকে মুক্তির উপায় : রাষ্ট্র সংস্কার আন্দোলন

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৭:৫৩

ঢাকা, ২৩ মে, ২০২৫ (বাসস): জাতীয় সংকট মুহূর্তে সর্বসম্মত রাজনৈতিক ঐক্যমত্য ও সমঝোতায় পৌঁছাতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মধ্যে দ্রুত সংলাপের আহবান জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ এক বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, বিচার, সংস্কার, নির্বাচনের রূপরেখা হতে পারে সংকট থেকে মুক্তির উপায়।

বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ আজ একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছে, যেখানে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো, রাজনৈতিক চেতনা ও সামাজিক সংহতির ভিত্তি এক বহুমাত্রিক বিভ্রান্তি ও টানাপোড়নের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছে। 

২০২৪ সালের ৫ আগস্ট যে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা শুধু একটি শাসনের পরিসমাপ্তিই নয়, বরং এক নব রাষ্ট্রদর্শনের সূচনাও ছিল। সেই ঐতিহাসিক বিকিরণের মধ্য দিয়ে আমরা একটি ন্যয়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়িত রাষ্ট্র নির্মাণের অভিপ্রায় ঘোষণা করেছিলাম। 

কিন্তু আজ আমরা উদ্বেগের সঙ্গে প্রত্যক্ষ করছি, সেই প্রতিশ্রুতি ও প্রত্যাশার অগ্রযাত্রা নানামুখী অসঙ্গতি, বিভাজন ও শৈথিল্যের কারণে পথ হারাতে বসেছে।

রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে, সংকটের এক ভয়াবহ চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থান-উত্তর অন্তর্বর্তী প্রক্রিয়ায় যে সাময়িক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, তা আজ সুস্পষ্টভাবে বিলুপ্তপ্রায়। 

কয়েকটি প্রধান রাজনৈতিক দলের ব্যাপক মতপার্থক্য ও পারস্পরিক অনাস্থায় একটি অর্থবহ সমন্বয়ের সম্ভাবনাকে ক্রমেই ক্ষীয়মান করে তুলছে। সংস্কার ও বিচারের প্রতিশ্রুত প্রক্রিয়া আজ পর্যন্ত কাঙ্খিত গতি অর্জনে ব্যর্থ। জনমনে বিরাজ করছে হতাশা, অনিশ্চয়তা ও বিচ্ছিন্নতা।

বিবৃতিতে জাতীয় সংকট মোকাবেলায় অন্তত ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে সকল রাজনৈতিক দল, বিশেষত অভ্যুত্থানে অংশগ্রহণকারী দল ও সংগঠনসমূহের মধ্যে জরুরি সংলাপ শুরু করা, বিচারপ্রক্রিয়ায় গতি আনার পাশাপাশি তা যেন পক্ষপাতহীন ও দলীয় প্রভাবমুক্ত হয় তা নিশ্চিত করা, ঐক্য কমিশনের কার্যক্রম দ্রুততর করে সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে যত বেশি সম্ভব রাষ্ট্র সংস্কার সম্পন্ন করা, একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও সময়োপযোগী জাতীয় নির্বাচনের জন্য বাস্তবমুখী সময়সীমা নির্ধারণ করে কার্যক্রম শুরু করতে হবে এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত সমস্ত রাজনৈতিক ঐক্য ও রূপরেখাকে পুনর্মূল্যায়ন করে তা বাস্তবায়নের লক্ষ্যে নতুন ভিত্তি তৈরি করার দাবী জানানো হয়।

এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের ভবিষ্যৎ কেবলমাত্র ঐক্য, বিচক্ষণতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই গড়ে উঠতে পারে। দলীয় সংকীর্ণতা নয়, জাতির বৃহত্তর স্বার্থই এখন মুখ্য হওয়া উচিত। বিভাজন নয়, সমন্বয়ই হোক আমাদের মূলমন্ত্র।

অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সকলে মিলে এক নতুন, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায্য রাষ্ট্র বিনির্মাণে নতুন করে শপথবদ্ধ হতে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির প্রতি আহ্বান জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিহ্নিত মাদক কারবারিসহ ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
বগুড়ায় আওয়ামী লীগ নেতা সাবেরী আলম ছোটন গ্রেফতার
ক্ষমতায় গেলে বন্ধ ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি : নজরুল ইসলাম খান
ঢাকার চারপাশের ৪টি নদী দখলমুক্ত করা হচ্ছে : রিজওয়ানা হাসান
শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন আদিলুর রহমান খান
আরব আমিরাতে সর্বোচ্চ ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
দক্ষিণ সুদানে ফেব্রুয়ারি থেকে সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত : জাতিসংঘ
জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ছাত্রশিবিরের
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
১০