‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৫’ এর প্রস্তাব আহ্বান করছে টিআইবি

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৭:০৯

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস): ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৫’ এর প্রস্তাব আহ্বান করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শনিবার টিআইবি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে ফেলোশিপ প্রদানের লক্ষ্যে বাংলাদেশি মালিকানাধীন এবং বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র, প্রচারিত অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ (জলবায়ু পরিবর্তনযোগ্য, জ্বালানি খাত, নবায়নযোগ্য জ্বালানি), ভূমি ও নির্মাণ খাত এই পাঁচটি বিষয়ের যেকোনো একটির ওপর প্রস্তাব আহ্বান করছে টিআইবি।’

চূড়ান্তভাবে নির্বাচিত ফেলোদের প্রত্যেককে সম্মানী হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে। এছাড়া মাঠ পর্যায়ের তথ্য অনুসন্ধান বা সংগ্রহের যাতায়াতের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খরচের টাকা প্রদান করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

এ বছর প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়া - এ দু’টি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ফেলোশিপ প্রদান করা হবে। এক্ষেত্রে যেকোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্রে ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকরা প্রিন্ট মিডিয়া ফেলোশিপ এবং বিটিভি, বেসরকারি টিভি চ্যানেলসমূহ এবং রেডিও’তে কর্মরত সাংবাদিকরা ইলেক্ট্রনিক মিডিয়া ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদন করতে চাইলে টিআইবির ওয়েবসাইটের এই লিংকটি -https://ti-bangladesh.org/ijf দেখতে হবে। এছাড়া, বিশদ জানতে- ০১৭৫৫৫৪৮৪২১ নম্বরে অথবা ই মেইল-([email protected]) এর মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে টিআইবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত 
ডাকসু’তে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার
১০