সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি সালমা কারাগারে

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ১৯:৫২
প্রতীকী ছবি। পেক্সেলস

ঢাকা, ২৪ মে ২০২৫ (বাসস): সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মেম্বার সালমা আক্তারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক সাকিনুর রহমানকে (৩২) পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

সালমাকে আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া থানা এলাকায় একটি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাভার উপজেলা মহিলা লীগের সভাপতি সালমা আক্তার আশুলিয়ার বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫, ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর ২টার দিকে পোশাক শ্রমিক সাকিনুর রহমান আশুলিয়ার বলিভদ্র বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন।

বাইপাইল মোড়ে সরকার পতনের আন্দোলন চলাকালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারীদের উপর হামলা চালায়। একপর্যায়ে ওই এলাকায় উপস্থিত অন্যান্যদের মতো সাকিনুর দৌড়ে পালানোর সময় আসামিদের কাছে ধরা পড়েন।  এ সময় সাকিনুরকে পিটিয়ে এবং গুলি করে আহত করা হয়। পড়ে আহত সাকিনুরকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে ১৯ আগস্ট আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমা এজহারভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত 
ডাকসু’তে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার
১০