ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা বুঝে নেওয়া হবে: মিনু 

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২০:৩০
ছবি : বাসস

রাজশাহী, ২৪ মে, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা বুঝে নেওয়া হবে। ভারত ফারাক্কা বাঁধ দিয়ে বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করে রেখেছে। আগামীতে আন্দোলনের মাধ্যমে সেই ফারাক্কা বাঁধ গুড়িয়ে দিয়ে পানির অধিকার আদায় করা হবে। 

আজ শনিবার (২৪ মে) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত বড় মসজিদের সামনে মওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চের ৪৯ তম দিবস উপলক্ষে আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবস উদ্‌যাপন কমিটির উদ্যোগে বিশাল গণজমায়েতে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, মওলানা ভাসানীর নেতৃত্বে লং মার্চ অনুষ্ঠিত হয়েছিল। তিনি কখনো ভয় পাননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রেরণায় বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করলো। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ফারাক্কার উড়িয়ে দিতে হবে। পানির ন্যায্য বুঝে নিতে হবে। শহীদ জিয়ার সৈনিকেরা হজরত শাহ্ মখদুম এর পবিত্র ভূমির সন্তানরা আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে। আগামী দিনে আল্লাহ যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমাদের প্রথম দাবি হবে সোনামসজিদ পর্যন্ত লংমার্চ করে ফারাক্কার পাশে দিয়ে পানির ন্যায্য হিস্যা বুঝে নেওয়া। আমাদের বিজিবি ভাইয়েরা বাংলাদেশে ভারতের বিএসএফকে ঢুকতে দেয়নি। আমাদের ভাইয়েরা যদি পারে তাহলে আমরাও ইনশাআল্লাহ পারবো। 

ফারাক্কা লং মার্চ দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ডা. মো. ওয়াসিম হোসেনের সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন. কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাসিকের সাবেক মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ভাসানী ফাউন্ডেশনের রাবি শাখার সভাপতি ড. জি এম শফিউর রহমান। 

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হক, রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলীসহ অন্যান্য নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত 
ডাকসু’তে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার
১০