সরকারি প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করতে হবে : জোনায়েদ সাকি

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২২:৪২
ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করতে হবে।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন আয়োজিত সমাবেশে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসব কথা বলেন।

তিনি বলেন, নারীদের মাতৃত্বকালীন ছুটি, উৎসব ভাতা, সুনির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। চাকুরির নিশ্চিতয়তা প্রদানের জন্য নিয়োগপত্র দিতে হবে।

সমাবেশে সংহতি জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সরকারি কলেজের বেসরকারিভাবে কর্মরতরা শ্রমিক নাকি কর্মচারী। নাগরিক হিসেবে সরকারি প্রতিষ্ঠানে বছরের পর বছর শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। তাদের চাকুরি বিধি নেই, নেই কোনো কর্মঘণ্টা, কোনো সুযোগ সুবিধাহীনভাবে দিনের পর দিন তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন। 

তিনি আরও বলেন, যদি এইসব প্রতিষ্ঠানে নিয়োগ হয় তাহলে যারা বেসরকারিভাবে কর্মরত আছেন তাদের বয়স শিথিল করে নিয়োগে অগ্রাধিকার দিতে হবে।

সমাবেশ শেষে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন- সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক এহসানুল কবীর, সদস্যসচিব রুহুল আমীন হাওলাদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত 
ডাকসু’তে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার
১০