প্রস্তুতি সম্পন্ন হলে ডিসেম্বরে নির্বাচনে সমস্যা কোথায় : প্রশ্ন নজরুল ইসলাম খানের

বাসস
প্রকাশ: ২৪ মে ২০২৫, ২৩:৫৮
ছবি : সংগৃহীত

বগুড়া, ২৪ মে, ২০২৫ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জুন মাসের মধ্যে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি দুটিই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনে সমস্যা কোথায়?

আজ শনিবার বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তরুণদের প্রতিনিধিত্ব করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দল নতুন কর্মসূচি দিয়ে দলকে সংগঠিত করছেন তারেক রহমান।

গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিনের উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘ইতিহাসের প্রথমবারের মতো গণতন্ত্রের সেই লড়াই দেশের সব শ্রেণির মানুষ একখানে হয়েছে। এর ফলে আওয়ামী ফ্যাসিবাদী সরকার পলায়ন করেছে। দেশ সম্ভাবনার দ্বারপ্রান্তে। এই সম্ভাবনাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। বাংলাদেশের মানুষ এক দফার জন্য আন্দোলন করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং নির্দলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। এক দফার একটা অংশ আদায় হয়েছে। আরেকটা অংশ এখনো আদায় হয় নাই। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ।’

বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে তিনি আরও বলেন, সেই ধ্বংসস্তূপে পরিণত প্রতিষ্ঠানকে পুনর্গঠন করতে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন।

এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, বগুড়া জেলা যুবদলের নিহত নেতা ইমরানের মেয়ে তাসনিয়া ইসলাম মীম।

রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশে উপস্থিত হন উত্তরের ১৬ জেলার বিএনপির নেতাকর্মীরা। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কলেজ কমিটির নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও সভা 
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ
আগামী ৪ মাসের মধ্যে দখল উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 
পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল
কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে যোগদান প্রধান উপদেষ্টার
ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬
এআই তৈরি ছবি দিয়ে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত 
ডাকসু’তে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুলের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : রিউমার স্ক্যানার
১০