বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৪

বাসস
প্রকাশ: ০২ জুন ২০২৫, ১৪:৪৫
ছবি : বাসস

বগুড়া, ২ জুন, ২০২৫ (বাসস) : জেলায় মাদকবিরোধী বিশেষ ব্লক রেইড অভিযান চালিয়ে তাজা গুলি, বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক নারীসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত ২টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা সাত ঘণ্টা শহরের রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এলাকার অন্তত ৫০টি বাড়ি 
ঘিরে তল্লাশি চালায়।

আটককৃতরা হলো, জেলা সদরের সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকার গহুরের ছেলে মিঠুন(৩২) একই এলাকার মৃত আপুয়ার ছেলে শান্ত (৩০) মঙ্গলের মেয়ে রাজকুমারী (২৬) ও কুড়িগ্রামের রাজারহাট থানার পান্তা পাড়ার এলাকার মঙ্গলের ছেলে সুজন (২৮)।

অভিযানে এক রাউন্ড তাজা বুলেট, এক হাজার বোতল চোলাই মদ, দুই কেজি গাঁজা, ২৫টি দেশীয় অস্ত্র ও ১০ লাখ টাকার নগদ অর্থ উদ্ধার করা হয়।

ব্লক রেইড অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনানিবাসের ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ। অভিযানে সেনাবাহিনীর ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

ক্যাপ্টেন জানে আলম সাদিফ বলেন, আটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ‘উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র ও অর্থসহ তাদের কে  জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলা জোরদার, নিহত অর্ধশত
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে : উত্তর কোরিয়া
ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়
নাইজেরিয়ায় ১৮ নারী ও শিশুকে অপহরণ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মুন্সীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক ২
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক
মাগুরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত
ইন্দোনেশিয়ার ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বহিষ্কার
১০