সুপ্রিম কোর্টে অফিস সময়ের পর বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ২১:০৫
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা, ৪ জুন ২০২৫ (বাসস): অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধে অফিস সময়ের পর বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি যথাযথভাবে বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীদের অফিস ত্যাগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

গতকাল আপিল বিভাগের স্টেশনারি শাখায় (মূল ভবনের তৃতীয় তলা) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সে ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর গতকাল (৩ জুন) রাতে সুপ্রিম কোর্টে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, মঙ্গলবার (৩ জুন) আনুমানিক ১০টা ৫০ মিনিটে আপিল বিভাগের স্টেশনারি শাখায় (মূল ভবনের তৃতীয় তলা) আগুনের সূত্রপাত ঘটে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলাসহ কয়েক লাখ মামলার নথি এবং প্রশাসনিক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন নথি রক্ষিত আছে।

উক্ত নথিসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে অত্র কোর্টে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অফিস সময়ের পর অফিস ত্যাগ করার আগে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি (কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোস্ট্যাট মেশিন, এয়ার কন্ডিশনার, লাইট, ফ্যান ইত্যাদি) যথাযথভাবে বন্ধ করে তা নিশ্চিত হয়ে অফিস ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য যে, গতকাল (৩ জুন) বেলা ১১টার আপিল বিভাগের স্টেশনারি শাখায় (মূল ভবনের তৃতীয় তলা) শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের এ ঘটনায় স্টোররুমে থাকা কাগজসহ স্টেশনারি কিছু জিনিসপত্র পুড়ে যায়।

পরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ১৫/২০ মিনিটের মধ্যেই সুপ্রিম কোর্টের স্টাফদের তৎপরতায় ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। এরমধ্যে  ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরও বলেন, আগুনে স্টোররুমের থাকা কাগজসহ স্টেশনারি জিনিসপত্র এবং কিছু প্লাস্টিক পণ্য পুড়ে গেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শফিকুল ইসলাম আরও জানান, স্টোররুম মামলা সংশ্লিষ্ট নথিপত্র বা দাপ্তরিক কোনো কাগজপত্র ছিল না। এখানে অফিসের জন্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০