ঈদের ছুটিতে বাসায় চুরির ঘটনায় দুই আসামি রিমান্ডে

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ২০:১১
ফাইল ছবি

ঢাকা, ১০ জুন  ২০২৫ (বাসস): রাজধানীর গেন্ডারিয়ায় ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার মো. আপন হোসেন (২১) ও মো. ইয়াছিন হোসেন শিপনের  (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডের  আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী। গেন্ডারিয়া থানাধীন ৫৩/১/চ দ্বীননাথ সেন রোডের বাদীর একটি নিজস্ব ৫ম তলা বিল্ডিং আছে। বাদী উক্ত বিল্ডিংয়ের ৩য় তলার বসবাস করে। গত ৬ জুন বাদী তার বাসায় ৩য় তলার মেইন দরজায় তালা লাগিয়ে স্ব-পরিবারে গ্রামে বাড়ি শরীয়তপুরে ঈদ উদ্‌যাপন করার জন্য যায়।  

গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন শেষে  ৯ জুন বাসায় এসে দেখেন যে, বাসার মেইন দরজার হেজবল ভাঙ্গা। বাদী সঙ্গে সঙ্গে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ রে ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি খোলা দেখতে পান। বাদীর ঘরের আলমারিতে থাকা এইচপি কোরআই-৫ ল্যাপটপ, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা, ১টি টাইটান ব্যান্ডের হাতঘড়ি, যাহার আনুমানিক মূল্য ৯ হাজার ৫০০ টাকা এবং আরো ৩টি হাতঘড়ি, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও বাদীর বাবার আলমারিতে থাকা নগদ ১ লাখ ১২ হাজার টাকা, কানের স্বর্ণের দুল ৩ জোড়া, যার ওজন-১১ আনা, ২টি স্বর্ণের আংটি, যার ওজন ৮ আনা, মোট ওজন ১ ভরি ৩ আনা স্বর্ণ। যার মূল্য-১ লক্ষ ৭৮ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন জিনিসসহ মোট ৪ লাখ ৩৩ হাজার টাকার মালামাল লুট করে চোর চক্র। বাদী বিষয়টি বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করে বাসার পাশে সাপওয়ান স্টোরে স্থাপিত সিসি ক্যামেরা যাচাই করে দেখে যে, ৮ জুন দিবাগত রাতে রিমান্ড চাওয়া আসামিরা টিভিসহ বের হয়ে যাচ্ছে।

এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০