ডেঙ্গু মোকাবিলায় মশক কর্মী ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিলো ডিএনসিসি

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫:৪৩

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এডিস মশা ও ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে মাঠপর্যায়ে কর্মরত মশক কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছে।

উপযুক্ত কীটনাশক মাত্রা, প্রয়োগ পদ্ধতি, সঠিক স্থান ও সময়ে কীটনাশক প্রয়োগকরণ ও এডিস মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংসকরণ বিষয়ে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

মশক কর্মী প্রশিক্ষণ কার্যক্রমটির প্রথম  ব্যাচের ২ দিনব্যাপী প্রশিক্ষণ আজ বুধবার শেষ হয়েছে।

মঙ্গলবার মশককর্মী প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা  মশক কর্মী প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে বলেন, মশক সুপারভাইজার ও মশককর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এডিস মশার সকল প্রজনন স্থল ধ্বংসকরণে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে, যার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহজ হবে ।

ডিএনসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, ডেঙ্গু মোকাবিলায় মাঠ পর্যায়ে চারটি ব্যাচে ২ দিনব্যাপী চলমান প্রশিক্ষণে মোট ১ হাজার ১০০ জন মশক সুপারভাইজার ও মশক কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

নগর ভবন, গুলশান-২, উত্তরা কমিউনিটি সেন্টার, মহাখালী কমিউনিটি সেন্টার ও সূচনা কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এই প্রশিক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর ও সিডিসি এর জাতীয় প্রশিক্ষকসহ অন্যান্য প্রশিক্ষকবৃন্দ মশক কর্মীদের প্রশিক্ষণ প্রদান করেছেন ।

এছাড়া নগরীর বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু রোগী ব্যবস্থাপনা সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ প্রদান করেছে ডিএনসিসি স্বাস্থ্য বিভাগ।

এদিকে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণে ১১২ জন ফিজিশিয়ান ও ৩৮ জন নার্সসহ মোট ১৫০  জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০