এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে সম্মত এবি পার্টি: মঞ্জু

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৯:২৮ আপডেট: : ১৮ জুন ২০২৫, ১৯:৫৬
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: ফেইসবুক

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস): আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) এবং রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে সম্মত হয়েছে।
তিনি আজ রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন।

এবি পার্টির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের জাতীয় ঐকমত্য কমিশনের সভার সভাপতি প্রফেসর ড. আলী রীয়াজ শুরুতে এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরেন। 

সভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, অতীতে নির্বাহী বিভাগের নামে মূলত: শেখ হাসিনার একক পছন্দেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়া হয়েছে, ফলে ফ্যাসিবাদী আমলে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিকে পর্যন্ত বলতে শোনা গেছে যে, তিনি ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। তেমনিভাবে দলকানা অযোগ্য লোকদের নিয়োগ দেয়ার কারণে পিএসসি’র প্রশ্নপত্র ব্যাপকহারে ফাঁস হয়েছে যা নজিরবিহীন। 

তিনি বলেন, প্রশ্ন হলো আমরা কি আগের অবস্থা বহাল রাখবো নাকি সংস্কার করবো? সহস্র প্রাণ ও রক্ত সাগর পেরিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে তাকে তাৎপর্যপূর্ণ করতে হলে অবশ্যই সংস্কার করা অপরিহার্য এবং সে কারণেই এবি পার্টি জাতীয় সাংবিধানিক পরিষদ (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতি প্রয়োগ করার বিষয়ে এবি পার্টি সম্মত। 

ব্যারিস্টার সানী আব্দুল হক রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ পদ্ধতির প্রতি সমর্থন ব্যক্ত করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদটি সত্যিকার অর্থে ক্রিয়াশীল করার জন্য নির্বাচনের পদ্ধতির পাশাপাশি তার কার্যক্রমের গুণগত পরিবর্তন আবশ্যক। অন্যথায়, একটি সুন্দর পদ্ধতির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি একজন প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে অকার্যকর ভূমিকা অব্যাহত রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীতাকুণ্ডে বিএনপির ৪ নেতা বহিষ্কার
আবহাওয়া শুষ্ক থাকবে, বাড়তে পারে রাতের তাপমাত্রা
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরীয় রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত রাষ্ট্রকেই দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু
গাজায় ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরাইল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
দেশের মানুষকে মানবসম্পদে পরিণত করবো : নূরুল ইসলাম মণি
বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় মনোনয়ন পেলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে, প্রত্যাশা স্বরাষ্ট্র উপদেষ্টার
তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
১০