ব্যারিস্টার সায়েমের আইনি প্রতিষ্ঠান ‘ল’ টেম্পলের আনুষ্ঠানিক উদ্বোধন 

বাসস
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১৮:১৪

ঢাকা, ২০ জুন, ২০২৫ (বাসস): বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েমের আধুনিক আইনি প্রতিষ্ঠান ‘ল’ টেম্পল -এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে অবস্থিত জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারের ১১ তলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়। 

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। 

তিনি বলেন, ‘আইন ও ন্যায়বিচার মানুষের মৌলিক অধিকার। ব্যারিস্টার সায়েম সাধারণ মানুষের কথা ভেবেই এই মহৎ উদ্যোগ নিয়েছেন। আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। বিএনপি সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। ‘ল’ টেম্পল’-এর মাধ্যমে সাধারণ মানুষ মানসম্মত আইনি সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। মানবাধিকার রক্ষায় এ প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রাখবে।’ 

ব্যারিস্টার আবু সালেহ মো. সায়েম উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমার স্বপ্ন ছিল- আইনের শাসন প্রতিষ্ঠায় এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যা মানুষকে কেবল পরামর্শ নয়, প্রয়োজনে সুরক্ষা ও প্রতিনিধিত্বের সুযোগও দেবে। ‘ল’ টেম্পল’-এর মাধ্যমে আমরা দেওয়ানি, ফৌজদারি, কর্পোরেট, মানবাধিকার, পরিবার আইনসহ বিভিন্ন শাখায় আইনি সেবা প্রদান করব। এই প্রতিষ্ঠান হবে জনগণের কণ্ঠস্বর, ন্যায়ের প্রতিচ্ছবি।’ 

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আইনজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজনের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় বিজয়নগরের জেবুন ইনডেক্স ট্রেড সেন্টার। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আরপিও ২০ অনুচ্ছেদের বিধান পুর্নবহাল চায় ১২ দলীয় জোট
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক আরোপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ, বুধবার শুনানী
আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে: সিইসি
খুলনায় মাদকসহ কারবারি গ্রেপ্তার
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন
নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প
১০