পরিবেশ মেলা ও বৃক্ষমেলা শুরু হচ্ছে আগামী ২৫ জুন 

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:১৩

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : আগামী ২৫ জুন থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পরিবেশ মেলা ও বৃক্ষমেলা শুরু হচ্ছে।

এ বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এবং বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’।

ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পরিবেশ দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন এবং বৃক্ষমেলা চলবে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক ২০২৪, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার ২০২৫ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪ প্রদান করা হবে। একইসঙ্গে সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করা হবে।

এ উপলক্ষে জেলা-উপজেলা এবং ঢাকা মহানগরের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক, শ্লোগান প্রতিযোগিতা, সেমিনার এবং শিল্পপ্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হবে। এছাড়া বিভাগ, জেলা ও উপজেলায় বৃক্ষমেলা এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হবে। জনসচেতনতা বাড়াতে মোবাইল এসএমএস প্রচারণা, ব্যানার স্থাপন ও জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ অন্যান্য গণমাধ্যমে পরিবেশ দিবসের তাৎপর্য ভিত্তিক অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে পরিবেশ অধিদফতর থেকে স্মরণিকা ও বুকলেট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পরিবেশগত সমস্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নীতি নির্ধারণে গুরুত্বারোপ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্রিয় কর্মসূচি বাড়াতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতি বছরের মতো এবারো গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল,‘ এন্ডিং প্লাস্টিক পল্যুশন’ বাংলায় যার ভাবানুবাদ ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান ‘বিট প্লাস্টিক পল্যুশন’ যার বাংলা ভাবানুবাদ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়।’ এবারের প্রতিপাদ্য মানবসভ্যতা, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ বন্ধে আন্তর্জাতিক কল্যাণমূলক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি বাংলাদেশেও পরিবেশ বিষয়ক সংস্কারের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছুটি থাকায় পরিবেশ ও বৃক্ষমেলা ২৫ জুন উদযাপন করা হচ্ছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০