আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালায়নি: বাবুল

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২১:০৩
ছবি: বাসস

ফরিদপুর, ২৩ জুন, ২০২৫ (বাসস): কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, দাম্ভিক হাসিনা জনরোষে পালিয়ে গেলেও, আওয়ামী শাসকদের শত নির্যাতনেও আপসহীন নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালায়নি। নেতা-কর্মীদের ছেড়ে দেশনেত্রী দেশের বাইরে পালিয়ে যাবার চিন্তাও করেননি।

বাবুল বলেন, হাসিনা অহংকার ও গর্ব করে দাম্ভিকতার সঙ্গে বলেছিল ‘হাসিনা পালায় না’। গত ৫ আগস্টের তিনদিন আগেও বলেছিল তিনি নাকি পালায় না। ঠিক তিনদিনের মাথায় বিমান করে নিজের বোনকে নিয়ে পালিয়ে চলে গেলেন।  

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। সোমবার দুপুরে চরভদ্রাসন উপজেলা বিএনপির আয়োজনে চরভদ্রাসন পাইলট স্কুল মাঠে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাসিত করার হাজারো চেষ্টা করা হয়েছে। জেল জুলুম দিয়ে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। কিন্তু পারেনি। আপসহীন নেত্রী দেশ ছেড়ে পালায়নি। আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে কখনো পালিয়ে যান নাই। যার ভালোবাসা এদেশের মাটি ও মানুষ, তিনি তাদের ছাড়া আর কোথাও পালাবে না। এটাই দেশপ্রেম। এটাই জাতীয়তাবাদ। 

ফরিদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতনের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মুহা. মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০