ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সচেতন থাকার পরামর্শ ইসলামী ছাত্রশিবিরের

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ২২:৪৩

ঢাকা, ২৩ জুন, ২০২৫ (বাসস) : "পলাশী ট্র্যাজেডি: আজকের বাংলাদেশ" শীর্ষক এক সেমিনারে বক্তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন, পলাশীর পরাজয়ের মাধ্যমে আমরা দুইশ’ বছরের জন্য স্বাধীনতা হারিয়েছিলাম। 

আজ সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ঢাকা মহানগর পূর্ব শাখার ছাত্রশিবির সভাপতি মোজাফফর হোসেন এবং প্রবন্ধ উপস্থাপক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ।

প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল পলাশী দিবসে সবাইকে নতুন করে শপথ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেম, আদর্শ এবং ঈমানী চেতনাকে হৃদয়ে ধারণ করে অন্যায়-অবিচার, ষড়যন্ত্র ও দাসত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন কিছু বিশ্বাসঘাতকের কারণে পলাশীর যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলা পরাজিত হয়েছিলেন। এই পরাজয়ের মাধ্যমে আমরা দুইশ’ বছরের জন্য স্বাধীনতা হারিয়েছিলাম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপক বলেন, যদি আবারো কোন ডিজিটাল পলাশী আমাদের পরাজিত করে, তবে দুশত বছর শুধু নয়, হাজার বছর কেঁদেও এর কোন সুরাহা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০