আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ২ জুলাই

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৩:৫০

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস): জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুলাই।

প্রসিকিউশনের এক সপ্তাহ সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এই দিন ধার্য করেন।

মামলাটিতে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩ জন এখনো পলাতক রয়েছেন।

মামলার প্রসঙ্গে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ একটি পুলিশ ভ্যানে তোলা হয় এবং তাতে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। সেসময় এক তরুণ জীবিত ছিলেন। তাঁর শরীরেও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি একে ‘নৃশংস মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, আসামিদের বিরুদ্ধে কঠোর বিচার নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০