বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম আবুল কালাম আজাদের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২০:৪২
ছবি : আইএসপিআর

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস) : মহান স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম আবুল কালাম আজাদ গত ২১ জুন সকাল ৮টায় ভারতের কলকাতায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মরহুমের ফিউনারেল প্যারেড এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অব.) এম আবুল কালাম আজাদ ১৯৫০ সালের ৩ জুন মুন্সীগঞ্জ জেলার সোলার চর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ১৯৭৪ সালের ২৭ জুন (২৭ জুন ১৯৭২ তারিখে আগাম প্রবীণতাসহ) বাংলাদেশ বিমান বাহিনীতে এমটি সিএন্ডই শাখায় কমিশন লাভ করেন। তিনি দীর্ঘ ২৮ বছর ১১ মাস ৬ দিন চাকুরির দায়িত্ব পালন শেষে ২০০৪ সালের ৬ মে গ্রুপ ক্যাপ্টেন পদবিতে অবসর গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০