এইচএসসি পরীক্ষা চলাকালে যান চলাচল সম্পর্কিত ডিএমপির  নির্দেশনা

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:১২

ঢাকা, ২৪ জুন, ২০২৫ (বাসস) : এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আজ মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে শুরু হবে।  ঢাকা মহানগরীতে মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।  পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে 

ডিএমপির দেয়া নির্দেশনাগুলো হলো:

এক. পরীক্ষার্থীরা যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার জন্য রওনা হবে।

দুই. ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে কাছের কোন স্থান থেকে গাড়িতে উঠবে।

তিন. যানবাহন কোনোক্রমেই পরীক্ষা কেন্দ্রের সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে) ।

চার. অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে। 

(অভিভাবকবৃন্দের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড যোগ্য অপরাধ)
পাঁচ. পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী ব্যতীত অন্য সকল যাত্রীরা জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্রের সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন।

এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০