সিলেটে যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০০:২৫

সিলেট, ২৪ জুন, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযান চালিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরে একটি বালুর ট্রাকে তল্লাশি করে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) একটি বিশেষ টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পের সাথে তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুরে যৌথ অভিযান চালায়। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

অভিযানে সিলেটগামী একটি বালুর ট্রাক থামিয়ে তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব কসমেটিকস সামগ্রী অভিনব কায়দায় ট্রাকে লোড করে ওপরে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য-৩ কোটি ৫০ লাখ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি  বাংলাদেশ সেনাবাহিনীর হরিপুর ক্যাম্পের সাথে যৌথ অভিযান চালিয়ে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেফতার করেছে
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লক্ষাধিক টাকা জরিমানা
জামায়াত নেতৃবৃন্দের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-শিশুসহ ৩৯ জনকে হস্তান্তর করেছে বিএসএফ
লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না : তারেক রহমান
৩০০ বছর পুরনো বেহালা বাজবে যুক্তরাজ্যের সঙ্গীত উৎসবে
পেইন্টিং ও জাদুঘরের শিল্পবস্তু রিস্টোরেশনে দক্ষতা বৃদ্ধিতে ৩৫ জন প্রশিক্ষণার্থী চীন যাচ্ছেন
গাজায় বাস্তুচ্যুতদের তাঁবু বহনে ইসরাইলি বাধার নিন্দা জাতিসংঘের
সিলেট বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগে ৫ জনের সাজা
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১০