বিজিবির অভিযানে টেকনাফে ইয়াবাসহ আটক ২ 

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:৫৮

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ডগ স্কোয়াডের অভিযানে কক্সবাজারগামী একটি বাস থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে টেকনাফ-উখিয়া-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে অভিযানটি পরিচালনা করা হয়।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটকরা হলেন টেকনাফের পল্লান পাড়ার মৃত হাসন আলীর ছেলে শাকের মিয়া (৪২) এবং একই এলাকার শফি উল্লাহর ছেলে আবদুর রহমান (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানতে পারে, টেকনাফ-উখিয়া-কক্সবাজার মহাসড়ক হয়ে বাসে করে মাদক নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মঙ্গলবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং চেকপোস্টের কাছে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।

সে সময় ডগ স্কোয়াডের সহায়তায় বাসের ভেতরে কালো টেপে মোড়ানো পাঁচটি ছোট ডিব্বায় লুকানো ইয়াবা শনাক্ত করা হয়।

বিজিবি জানায়, আটককৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাত্রীবেশে কক্সবাজার যাচ্ছিল।

পরে আটক দুই ব্যক্তি, জব্দ করা ইয়াবা ও বাসটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০