নতুন হত্যা মামলায় ইনু-কামাল-পলকসহ চারজন গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৫:০২
ফাইল ছবি

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ডিএমপি’র সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চার আসামিকে নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চারজনের মধ্যে রামপুরা থানায় দায়ের করা রমজান মিয়া হত্যা মামলায় ইনু ও পলককে, মিরপুর মডেল থানায় দায়ের করা নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে এবং ভাটারা থানায় দায়ের হওয়া শামিম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শহিদুল্লাহকে গ্রেফতার দেখানো হয়েছে।

রমজান মিয়া হত্যা মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই পশ্চিম রামপুরা ওয়াপদা রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রমজান মিয়া। এদিন সকাল ১০ টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, আলভী হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট মিরপুর ১০ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভী। বিকাল ৪ টায় তিনি গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান আলভী।

শামিম মিয়া হত্যা চেষ্টার মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গত বছরের ১৯ জুলাই ভাটারা এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. শামিম মিয়া। বেলা সাড়ে ১২টার দিকে পথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার শরীরে চারটি গুলি লাগে। পরে দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। ঘটনার প্রায় ছয় মাস পর, চলতি বছরের ২২ জানুয়ারি তিনি নিজেই বাদী হয়ে রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
ইসরাইলকে গাজার নাগরিকদের ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ
১০